রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ এপ্রিল) আনন্দ পাড়া সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রামগড় উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুল হক মজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন মিলনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর