খাগড়াছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ এপ্রিল) আনন্দ পাড়া সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রামগড় উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুল হক মজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন মিলনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।