::খাগড়াছড়ি ব্যুরো::
খাগড়াছড়ির রামগড়ের বৈদ্যপাড়াস্থ পিলাক নদী এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ক্যাখাই মার্মা নামে ১ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে উপজেলার বৈদ্যপাড়ায় পিলাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণীত হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।