প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় যুব দিবস ২০২২উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও যুব ঋণের চেক, প্রশিক্ষণ ভাতা এবং সনদ পত্র বিতরণের মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো, ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মিজানুর রহমান,ষ্টেশন কর্মকর্তা ইখতেখার উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা(ভা:) আবুল কালাম,পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যস্থাপক শান্তুনু মহাজন,কাউন্সিলর কণিকা বড়ুয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের ক্রেডিট সুপারভাইজার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী। প্রশিক্ষিত যুবদের মধ্যে বক্তব্যে রাখেন পুলক বড়ুয়া।
এতে আরো উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, যুব প্রশিক্ষিত সদস্যসহ যুব সমিতি’র সদস্যরা।