::খাগড়াছড়ি ব্যুরো::
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা,-এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে র্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
বৃহঃবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় ফায়ার সার্ভিস আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয়। উপজেলা ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ ইফতেখার উদ্দিন’র পরিচালনায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন শেষে রাসউবি বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভা প্যানেল মেয়র ৩ কণিকা বড়ুয়া, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কৃষি অফিসার মোঃ আলী, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা(ভাঃ)আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার কাজী সোহেল রানা, রাসউবি সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, পিআইও অফিসের ইঞ্জিনিয়ার জাবেদ পাঠান, সংবাদকর্মী শুভাশীষ দাশ, সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা।
বক্তাগণ বলেন, ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া, জরুরি নম্বর সংগ্রহসহ, প্রশিক্ষণ, ভলান্টিয়ার হিসেবে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, ফায়ার সার্ভিস ফোর্স ও রাসউবি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।