রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীকে সম্পৃক্তের দাবীতে মানববন্ধন

top Banner

নিজস্ব প্রতিবেদক:

‘সকল রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করা’ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিষয়ে মিরসরাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্পের অধীনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন।

এসময় বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের উপজেলা কোঅর্ডিনেটর মো. ফারুক মিয়া, তৌহিদা আক্তার। মানববন্ধনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও ইউনিয়ন অপরাজিতা টিমের প্রায় অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সকল রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার দাবীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাচন অফিস ও মিরসরাই প্রেস ক্লাবে স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন বলেন, একজন সফল পুরুষের পেছনে একজন নারীর সবচেয়ে বড় ভূমিকা থাকে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবীর সাথে আমিও একমত। আমি চাই রাজনৈতিক দলের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হোক।

আরো খবর