নিজস্ব প্রতিনিধি
বিশিষ্ট রাজনীতিবিদ, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (৩ জুলাই)। ২০২০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল সকাল ১১ টায় নিজ এলাকায় ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা (আলোকদিয়ায়) পারিবারিক ও সামাজিক উদ্যোগে কবর জেয়ারত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেলে নিজকুঞ্জরা তেমুহানি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মরহুম জুলফিকুল সিদ্দিকী জীবদ্দশায় রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি বারইয়ারহাট পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বৃহত্তর ফেনী নর্দ বালু ব্যবসায়ী সমিতির সফল পরিচালক ছিলেন।