Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
রাগেশ্রী সঙ্গীতালয়ের বসন্ত উৎসব - চলমান মিরসরাই

রাগেশ্রী সঙ্গীতালয়ের বসন্ত উৎসব

top Banner

::নিজস্ব প্রতিবেদক::
ঋতুরাজ বসন্তকে ঘিরে মিরসরাইয়ের সঙ্গীত স্কুল ‘রাগেশ্রী সঙ্গীতালয়’ এর উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে। শুক্রবার বিকালে মিরসরাই কলেজের হলরুমে আয়োজিত বসন্ত উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কুলের শিক্ষার্থীদের গান, কবিতা, ছড়া, তবলা হারমনিতে বেজে উঠে বসন্তের রাগ বিহাগ। ছোট্ট শিশুদের গানের সুরের মূর্ছনায় যেনো ঝরে পড়ছে সব গাছের পাতা গানের কথায় গজাচ্ছে কচি পাতা তালে তালে রঙ বেরঙ ধারণ করেছে বসন্তের পলাশ শিমুল। মিরসরাই কলেজের হলরুম যেনো কিছু সময়ের জন্য হয়ে উঠেছে শিমুল ফুলের ডাল। মানুষ পাখিদের বসন্তের কবিতায় অতিথিদের মস্তিস্কের নিউরণ যেনো বসন্তের নতুন পাতার মতো আবার জেগে উঠছে।


সমাজকর্মী সাইফুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. জামশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, শিক্ষিকা এরিকা চৌধুরী, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক, সাংবাদিক রাজীব মজুমদার, মোহাম্মদ ইউসুফ, আজিজ আজহার, ইকবাল হোসেন, সঞ্জিব ভাট্টাচার্যা প্রমুখ।
শিক্ষার্থীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব। চলতে থাকে একক গান, কবিতা ছড়া সবশেষে রাগেশ্রী সঙ্গীতালয়ের পরিচালক এবং প্রতিষ্ঠাতা বাঁধন নাথের গানের মধ্য দিয়ে শেষ হয় বসন্ত উৎসব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা পরবর্তী পৃথিবীর স্বাভাবিক গতি ফেরাতে আয়োজকদের এগিয়ে এসে এমন আরো অনুষ্ঠান আয়োজন করার আহবান জানান। মিরসরাইয়ের সাংস্কৃতিক অঙ্গন আরো এগিয়ে নিতে সকলকে রাগেশ্রী সঙ্গীতালয়ের পাশে থাকার আহবান জানান।

আরো খবর