রমজান
রাইহান নাসরিন
মাহে রমজান বছর ঘুরে
আবার চলে এলো।
আকাশেতে রমজানের চাঁদ,
উদয় হয়ে গেল।
তারাবীতে শামিল হল,
যে যার মতো করে।
কেউ গেল মসজিদে,
খতম তারাবীতে।
কেউ পড়লো ঘরে।
গত তেত্রিশটা বছর,
তারাবীর নামাজ আমিও পড়েছি,
তোমায় সাথে নিয়ে।
এবার তুমি তারাবীতে,
শামিল হলে না তো।
এশার নামাজ পড়ে আমি,
ঘুরছি এদিক ওদিক।
তারাবীর সাথী তুমি,
নামাজে হচ্ছো না তো শামিল।
তুমি ছাড়া তারাবীর নামাজ আমায়,
করতে হলো শুরু।
নানাভাবে খেই হারিয়ে শেষ করলাম,
তুমি বিহীন প্রথম তারাবী।
প্রথম রোজার সেহেরিও,
খেয়ে নিলাম আমি।
কিন্তু দেখ,
সবকিছুতেই সাথে আছ তুমি।
শুধু ধরা ছোঁয়ার বাইরে গেছো চলি।
চারিদিকে ইফতারীর সাঝঁ সাঝঁ রব।
পুরোনো সব পদের সাথে,
নতুন করে কি কি হবে যোগ।
লাবাং হবে, লাচ্ছি হবে,
নাকি লেবুর সরবত।
দেখ তুমি,
এবার আমার কোনোই তাড়া নেই,
ইফতারির আয়োজন নিয়ে।
হরেক রকম ইফতারি বানাতাম আমি।
শুধু তোমার কথা ভেবে।
টেবিল ভর্তি নানান খাবার,
মাখিয়ে খেতে তুমি।
ইফতারিটা আয়েশ করে,
খাওয়া ছিল তোমার পছন্দ।
তারাবীর নামাজ পড়ে,
আবার তুমি খেতে।
তাইতো আমি ইফতারিটা বানাতাম,
বেশী বেশী করে।
তুমি ছাড়া প্রথম রমজান,
করলাম আমি শুরু।
জানি না তো,
আরও কয়টা রমজান মাস,
তোমায় ছাড়া কাটাতে হবে আরো।
শবেকদর সামনে আছে,
যে দিন তুমি চলে গেলে,
আমার হাতটি ধরে।
শুধু বললে না,
যাচ্ছো কেন ছেড়ে।
সময়ের সংখ্যা গুলো,
শেষ যখন হবে।
দেখা হবে তোমার সাথে।
সেই জীবনে আবার দু’ জন,
থাকবো এক সাথে।
ততোদিন আল্লাহ ভরসা।
ফি আমানিল্লা।