যে কারণে বাংলাদেশের ম্যাচ বাড়াল আইসিসি

top Banner

ক্রিকেট: আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরে উইন্ডিজ ছাড়া বাকি সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মনে করেন, ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার কারণে আইসিসিতে যে অগ্রহণযোগ্যতা বেড়েছে টাইগারদের‍, এটি তারই ফল।

আজ মঙ্গলবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘অবশ্যই, আইসিসিতে বাংলাদেশকে এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়। এর পেছনের কারণ বোর্ড না, পারফরম্যান্স। ক্রিকেট যেহেতু ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ দেখাচ্ছে।’

২০২৩ থেকে ২০২৭ ক্রিকেটীয় ক্যালেন্ডারে বাংলাদেশ দল ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ম্যাচ ১৪৪টি। এ সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অতীতে বাংলাদেশ কখনোই এতো ম্যাচ পায়নি।

পাপন বলেন, ‘আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইত। তাদের দেশে নিতে চাইত না। ওরা ধরে নিত দর্শকরা বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমাদের এখানে আসতে চায় না, ওদের দেশে ডাকছে। এটা ইতিবাচক সংকেত। আমরাও শিখতে পারব, আমাদের জন্যও ভালো হবে। আমরা তো বাইরে গিয়ে এত খেলা খেলিনি।’

তবে এই সূচিই যে চূড়ান্ত তেমনও অবশ্য নয়। এর সঙ্গে আরো কিছু সিরিজ বা ম্যাচ যোগ হতে পারে, তবে কমে যাওয়ার শঙ্কা কম।

আরো খবর