চলমান রিপোর্ট
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটুর উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।
একইদিন সকালে ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনা প্রতিরোধে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে টিকা প্রয়োগ কর্মসূচির কেন্দ্র পরিদর্শন করে খোঁজ খবর নেন তিনি।
বিকেলে আসরের নামাজের পর ডাকঘর বড়কমলদহ বুড়া হুজুর জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ কেক কেটে ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ আলমগীর, আশরাফ উদ্দিন মেম্বার সহ ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।