যুক্তরাষ্ট্র বিএনপি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল; নিজের সংবর্ধনা নিয়ে ব্যস্ত মিল্টন ভূঁইয়া

top Banner

বিশ্ব ব্যাংকের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় আহত পাঁচ বিএনপি নেতা যখন হাসপাতালে তখনি নিজের সংবর্ধনা নিতে ব্যস্ত সদ্য নিয়োগ প্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিউইয়র্ক প্রবাসী মিল্টন ভূঁইয়া। তার এমন আচরনে বিএনপির একাধিক নেতাকর্মীর ভেতরে অসেন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে মিল্টন ভূঁইয়ার অর্থায়নে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উপস্থাপক মাকসুদুল হক চৌধুরীর পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী একের পর এক বিএনপি কর্মী বলে নাম ঘোষণার সময় মৃদু হইচই শুরু হয়ে যায়। এ সময় অনেকেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। অনুষ্ঠানে বিএনপির লোকজন থেকে ব্যক্তিগত লোকজনের আনাগোনা বেশী ছিল।

যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতাকর্মী মন্তব্য করতে দেখা যায়, যুক্তরাষ্ট্র বিএনপিতে দলীয় কোন্দল থাকলেও এবার বিশ্বব্যাংকের সামনে সরকার বিরোধী অবস্থানে যোগ দিয়েছেন সবাই। এ সময় বিএনপি পাঁচ নেতা বাদল মির্জা, নাজমুল হোসাইন, সোহাগ রানা, রিপন মিয়া, তোহফায়েল আহমেদ আহত হন। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ত্যাগের দিনই সংবর্ধনা নেন মিল্টন ভূঁইয়া।
বিএনপির অনেক নেতাকর্মীকে মন্তব্য করতে দেখা গেছে সরকার বিরোধী গনসংযোগ থেকে তার সংবর্ধনা নিয়েই ব্যস্ত ছিলেন মিল্টন ভূঁইয়া ।

বিক্ষোভের সময় সংবর্ধনা আয়োজন কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে মঞ্চে উপবিষ্ট বিএনপি নেতা মর্শাল মুরাদ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানটি কোন দলীয় অনুষ্ঠান ছিলোনা। দলীয় কোন আয়োজন না হওয়ায় এ আয়োজনে আমি কোন অসুবিধা দেখছিনা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদি ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধণা অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিয়োগপ্রাপ্ত হওয়ায় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরো খবর