স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অকূল-পাথারে পড়েন চট্টগ্রামের মিরসরাইয়ের গৃহিণী নাসিমা বেগম। তার দিন ফেরাতে ২০১৬ সালে প্রবাসী ছোট বোন তার ছোট ছেলে ইয়াজ উদ্দিন আহমেদ রমিমকে দত্তক নিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। তখন রমিমের বয়স ছিল মাত্র ১৬ বছর। পড়াশোনার পাশাপাশি পাঁচ বছর ধরে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইসে একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন তিনি, অনেকটাই গুছিয়ে নিয়েছিলেন। পরিকল্পনা ছিল আগামী বছর মাকে নিয়ে যাবেন সে দেশে। কিন্তু তা আর হলো না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে তিনটায় কর্মস্থলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রমিম।