::সাফায়েত মেহেদী::
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানাসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ , ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলা উদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা কবির আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন সহ প্রমুখ।