
মিরসরাইয়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপির আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়। গত ২২ আগস্ট থেকে দলের কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে এ উপজেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান ওই কমিটির সদস্য।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি বেলাল আহমেদ। উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ ও বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, সরকারের সীমাহীন দুর্নীতি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ প্রস্তুতি সভা করা হয়েছে।