পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ২০২২ ও মেজবানের আয়োজন করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় নিউইয়র্কের ব্রুকলিনের পিএস ১৭৯ এ মাহফিল অনুষ্ঠিত হয়।
চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল মসজিদের খতিব ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আযহারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলহাজ্ব আল্লামা মোহাম্মদ এমদাদুল হক।
মাহফিল ও মেজবানের সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন, মাকসুদুল হক চৌধুরী। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, মাসুদ চৌধুরী, আলী নূর, মহিউদ্দিন চৌধুরী খোকন, রবিউল চৌধুরী, শফিকুল আলম, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইলিয়াস, এনাম চৌধুরী, পরিমল কান্তি নাথ, হারুনুর রশিদ, মহিম উদ্দিন প্রমুখ।
মাহফিলে অংশ নেয়া সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমিতির সভাপতি মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। মাহফিল শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানীর আয়োজনও করে সমিতি।