মোঃ রাজিব উদ্দীন ভূঁইয়া
জিব্রায়িল নাহি যেতে পারে যথায়।
মোর সরোয়ারে কায়েনাত গিয়েছেন হেথায়।
আহঃ মধুর মিলন ঘটে মোর খোদার সনে।
ভুলেনি ভুলেনি তখনও উম্মত স্বরে।
কিসের বিজ্ঞান ব্যর্থ সব মোর হজরতের কাছে।
আরশ ছেদিয়া বিলীন হইল খোদারী মাঝে।
খোদা বলিল ওহে মোর প্রেমাস্পদ কি চাও বল মোরে।
নবীরাজ বলে ত্বরায় নিও মোর পাপী উম্মত হাশরতে
আরশ তখন নাচিলো এসেছে মেরাজুনরাজ নবী।
এবার আমি আরশ ধন্য, হলো ধন্য হল সবি।
খোদার বন্ধু খোদার সনে আরশে ঘুরে বেড়ায়।
যেথায় যায় সেথায় কাঁদে উম্মতরে মায়ায়।
খোদা তখন বলিয়া উঠিল শুন মোর প্রাণ নাথ।
যত দিন থাকিবেন মোর কাছে উঠিবেনা গুনাহ উম্মতের খাতাত।
আহঃ উম্মত পাগল নবীর আমার খোদার কাছে গিয়ে।
চাহিলেন না নিজের জন্য,চাইল উম্মতের লাগিয়ে।
এহেন দয়াল নবী মোদের ভাগ্য আসিল।
কুলকায়েনাত সবি আজ ধন্য হইল।
বল বল প্রাণ পতি দেখা দিবা কবে।
দুচোখ মোর তব আশা দিন গুনি কাটে।