মিরসরাই সোবাহানিয়া দরবার শরীফের ঐতিহাসিক মাহফিল কাল 

top Banner

চট্টগ্রামের মিরসরাই সোবাহানিয়া দরবার শরীফের ১১৫ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিল কাল। বুধবার (১লা জানুয়ারী) বিকেল ৩টা থেকে সোবহানিয়া জামেয়া-ই-নাছেরীয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত হবে এ মাহফিল।

 

বাংলাদেশ মাজলিসুল মুফাসিরীন এর সহ-সভাপতি ও সোবহানীয়া কমপ্লেক্সে, মিরসরাইয়ের পীর সাহেব (শাহ আল্লামা) আবদুল মোমেন নাছেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ শায়েখ শামীম বিন সাঈদী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী, এস.এইচ এজেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ সৈয়দ আব্দুল আলীম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,ধর্মীয় আলোচক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) আলহাজ¦ মো. রোকন উদ-দ্দৌলা, আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের খতিব প্রফেসর ডঃ মো. সফিউদ্দিন মাদানী।

প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবে ইসলাহুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবু হানীফ নেছারী।

প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহা-সচিব শাইখুল হাদীস আল্লামা মহিউদ্দিন রাব্বানী।
বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবে, চট্টগ্রাম সরকারি পলিটেকনিকেল জামে মসজিদের খতিব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, বারো আউলিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা আব্দুল হালিম হেলালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার আমীর মাওলানা নুরুল কবির, সোবহানীয়া জামেয়া-ই-নাছেরীয়া ট্রাষ্টের পরিচালক পীরজাদা আবু তাহসিন নাছেরী।

আরো খবর