চট্টগ্রামের পেনিনসুলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত কমিটি।
সোমবার (৬জুন) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল এর উপস্থিতি ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এম এ তাহের ভূঁইয়াকে সভাপতি এবং মোরশেদ আজমকে সাধারণ সম্পাদক ঘোষনা করে দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবংব ৬ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষক ও মারিয়া গ্লোবালের কর্ণধার শেখ ফরহাদ বাংলাধারাকে জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের নিয়ে মানবতার সেবায় নিয়োজিত থাকার জন্য এই কমিটি গঠন।
এই কমিটি প্রবাসীদের কল্যাণে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠ-পোষক ও জে এন্ড এস গ্রুপের কর্ণধার মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, এই সমিতি বিগত দিনের মতো আমাদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখবে। মিরসরাইয়ে প্রবাসীদের নিয়ে সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখবে বলে তিনি জানান।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ তাহের ভূঁইয়া বলেন, আমি নতুন কমিটির প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। এই কমিটি সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সেবায় কাজ করবে তিনি জানান।