পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ মার্চ) শারজাহ্ হুদায়বিয়াহ রেস্টুরেন্ট অনুষ্ঠিত ইফতার মাহফিল সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায়ন প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাজহার উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আলম। এসময় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহেদুল আনোয়ার।
পরে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এবং বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।