মিরসরাই সমিতি ওমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

top Banner

আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই সমিতি ওমানের ঈদ পুনর্মিলনী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইদের দ্বিতীয় দিনে ‘আল-কুরুম সমুদ্রের তীরে’ আয়োজিত এই মিলনমেলা মিরসরাই প্রবাসীদের পর্দাপণে মুখরিত হয়ে উঠে। উক্ত মিলনমেলায় ওমানের বিভিন্ন প্রান্ত থেকে মিরসরাই প্রবাসীরা যোগদান করেন।

পুনর্মিলনীতে মধ্যাহ্ন ভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহি মেজবানির আয়োজন করা হয় এবং সমুদ্রের তীরে ফুটবল খেলা এবং সমুদ্র স্নান এর মাধ্যমে ঈদ এর আনন্দে মেতে উঠে আগত মিরসরাই প্রবাসীরা। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নছর রিয়াদ (সিআইপি) এবং সাধারণ সম্পাদক শেখ ফাহাদ। তাছাড়া এতে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ। এছাড়া ও মিরসরাই সমিতি ওমানের নেতৃবৃন্দ গন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মিরসরাই সমিতি একটি অরাজনৈতিক সংগঠন এবং ওমান মিরসরাই প্রবাসীরা যে কোনো বিপদে-আপদে মিরসরাই সমিতিকে সবসময় সাথে পাবেন।

আরো খবর