Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
মিরসরাই সমিতি ইউএসএ এন এ এর হাতে চার হাজার চারশ ডলার তুলে দিলেন কাজী নয়ন - চলমান মিরসরাই

মিরসরাই সমিতি ইউএসএ এন এ এর হাতে চার হাজার চারশ ডলার তুলে দিলেন কাজী নয়ন

top Banner

মিরসরাই সমিতি ইউএসএ এন এ এর হাতে ৪ হাজার ৪শ ডলার তুলে দিয়েছেন কাজী নয়ন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে মেজবা-আরিফ নেতৃত্বাধীন কমিটির হাতে এ ডলার তুলে দেয়া হয়।

মিরসরাই সমিতি ইউএসএ এন এ ইনকের হাতে ডলার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, সমিতির অন্যতম নির্বাহী উপদেষ্টা কাওচার চৌধুরি, সহ সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ সভাপতি মোহাম্মদ হানিফ।

মিরসরাই সমিতি ইউএসএ এন এ এর সাধারণ সম্পাদক আরিফুল আলম ডলার হস্তান্তরের জন্য কাজী নয়নকে ধন্যবাদ জানান। অপর সমিতির নেতাদের প্রতি অবশিষ্ট ডলার অবিলম্বে হস্তান্তর করার আহবানও জানান তিনি। এসময় কাজী নয়নের এমন মহৎ উদ্যোগের জন্য তাকে ফুলেল শুভেচ্ছা জানান মিরসরাই সমিতি এনএ’র সদস্যরা।

মিরসরাই সমিতি ইউএসএ এন এ এর নেতারা বলেন, আমাদের সকলের জমাকৃত চাঁদার টাকায় সমিতির একাউন্টে ২৪ হাজার ৪শ ডলার জমা ছিলো। এখন সমিতি দুই ভাগে বিভক্ত। তাই অর্ধেক অর্থ মিরসরাই সমিতি এনওয়াই’র প্রাপ্য। বাকি অর্ধেক ডলার মিরসরাই সমিতি এনওয়াই এর কাছে হস্তান্তরের দাবি জানান তারা।

মিরসরাই সমিতি এন এ এর নির্বাহী উপদেষ্টা কাওচার চৌধুরী বলেন, আমরা বাকি ডলার ফেরত চাই। নতুবা সারাজীবন আমরা ডলার সরিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে বলব।

মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী নয়ন বলেন, সব ভেদাভেদ ভুলে মিরসরাই সমিতি এক হলে আমি সবচেয়ে বেশী খুশি হবো।
এক ব্যক্তির প্রতিষ্ঠানে কিছু লোক কাজ করার সুবাদে তিনি মিরসরাই সমিতিকে তার দখলে নেওয়ার চেষ্টা করছেন, যা কোনভাবেই কাম্য নয়। ডলার সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, মিরসরাইয়ের মানুষ হিসাবে তাদের বিরুদ্ধে এখনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মিরসরাই সমিতি এনএ এর সভাপতি মেসবাহ উদ্দিন বলেন, মিরসরাই সমিতির ভেতর রাজতন্ত্র কায়েম হওয়ায় আমরা সমিতি থেকে বেরিয়ে এসেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মিরসরাই সমিতি ইউএসএ প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম বিভক্তি শুরু হয় ২০১৮ সালে। কমিটি নিয়ে অসন্তোষের প্রতিবাদে প্রতিষ্ঠিত হয় মিরসরাই সমিতি এনএ ইউএসএ। এই সমিতি প্রতিষ্ঠার পর তৎকালীন সভাপতি কাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন সমিতির ব্যাংক একাউন্টে জমা থাকা ২৪ হাজার ৪শ ডলারের মধ্যে ২০ হাজার ডলার সরিয়ে নেয় আমজাদের নেতৃত্বাধীন কমিটি। বাকি ৪ হাজার ৪ শ ডলার কাজী নয়ন মিরসরাই সমিতি এনএ ইউএসএ’র হাতে হস্তান্তর করেন।

আরো খবর