নিউইয়র্কে মিরসরাই সমিতি ইউএসএ এনএর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুইন্সের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় সমিতির সভাপতি মেজবা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী উপদেষ্টা কাউচার চৌধুরী, সহ সভাপতি মোঃ হানিফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, ফারহানা শারমিন সুমি, কোষাধ্যক্ষ জি এম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্ত বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক হায়দার মাহমুদ টিপু, ক্রীড়া সম্পাদক বিপ্লব চন্দ্র কর, নির্বাহী সদস্য মো: ফখরুদ্দিন ভূঁইয়া, তাহমিনা আক্তার কলি, উপদেষ্টা জি এম ফারুক, জয়নাল আবেদীন জাহাঙ্গীর, প্রণব বৈধ্য।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে সকল আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান সমিতির সভাপতি মেজবা উদ্দিন।