নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত মিরসরাইবাসীদের সংগঠন ‘মিরসরাই সমিতি ইউএসএ ইনক’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মে) নিউইয়র্কের কানিংহাম পার্কে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ কমার পর এটি ছিল যুক্তরাষ্ট্রে মিরসরাইবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৩০০’রও অধিক মিরসরাইবাসী বাচ্চা-কাচ্চা ও পরিবার-পরিজন নিয়ে এতে অংশ নেন। দীর্ঘ দিন পর মিলিত হয়ে তারা একে অপরের খোঁজ-খবর নেন, খুশলাদি বিনিময় করেন। আবার ফটো সেশনেও অংশ নেন সবাই। করোনা ভাইরাসে অনেকে মা-বাবাসহ আত্মীয়-স্বজন হারিয়েছেন। তাদের প্রতি অন্যরা শান্তনা ও সমবেদনা জানান।
ভোজন পর্বে চা, ঝালমুড়ি, সেমাই, মিরসরাইয়ের ঐতিহ্যবাহী গরুর মাংশ পরিবেশ করা হয়। চকলেট, চিপস, জুস ও খেলনা পেয়ে বাচ্চারাও অনেক খুশি হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপদেষ্টামণ্ডলীর সদস্য মনির আহমদ, মিজানুর রহমান, জাহাঙ্গীর, মোরশেদ রেজভী চৌধুরী, মো. জসিম উদ্দিন, মাহতাব উদ্দিন মিঠু, সংগঠনের সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিলটন), সিনিয়র সহ সভাপতি আসিফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল হাসান আরিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান লাকী, অর্থ সম্পাদক সাইফুদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক সোবহান শিবলু আনোয়ার, সহকারী প্রচার সম্পাদক আলিম উদ্দিন মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার ভূঁইয়া পারভেজ, মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার, সহকারী মহিলা সম্পাদিকা কাজী নাহার সুমী, কার্য নির্বাহী পরিষদের সদস্য মো. হোসেন লিখন, আশরাফ আলী খান লিটন, মোহাম্মদ মঈন উদ্দিন, কাজী সাইফুল আলম, মাস্টার কলিম উল্লাহ, রিংকু চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনজুর মোরশেদ, দিলীপ নাথ, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, আলাউদ্দিন, ফেরদৌস নয়ন, মো. আলাউদ্দিন, মো. মোশারফ হোসেন দুলাল, ক্যাপ্টেন সরোয়ার মোরশেদ স্বপন, ওসমান গণি, তাহমিনা মনির, আসাদ অপু, মো. জিয়া উদ্দিন, সাজিত, মো. আলমগীর, মো. জামাল উদ্দিন।
আরিফুল হাসান আরিফ বলেন, ‘অনেক দিন পর ঈদ পুনর্মিলীতে এসে আমরা একে অপরের সাথে ভাব বিমিনয় করেছি। অনেকে সুখ-দুঃখের স্মৃতিচারণ করেছেন। আমরা মীরসরাইকে অনেক মিস করি। আমাদের ঈদ পুনর্মিলীর ব্যানারে মিরসরাই ইকোমিক জোনের ছবি দিয়েছি। আমরা মীরসরাইয়ের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’