মিরসরাইয়ে সমাজ কল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন

top Banner

মিরসরাই সমাজ কল্যান পরিষদের কর্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ সংগঠন মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক ও মানবিক কাজে সুনামের সাথে অবদান রেখে যাচ্ছে।

জানাগেছে, ১৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪টায় উপজেলার ৯নং সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুফিয়া রোড খান সুপার মার্কেটে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সদস্য এস এম জাকারিয়া । অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালনের পর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও নির্বাচন কমিশনার মাঞ্জু হক রানা।

মাগরিব নামাজের বিরতির পর মিরসরাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নূরুল আলম সংগঠনের নতুন কার্যালয় শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাইয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ উদয় জনকল্যাণ সংস্থার সম্পাদক এফ এম সেলিম, ৯নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন, সিপ্লাস টিভির মিরসরাই প্রতিনিধি সাংবাদিক বাবলু দে , খান সুপার মার্কেটের স্বত্তাধিকারী তৌফিক খান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম, দপ্তর সম্পাদক কাজী সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন খান, প্রবাসী সদস্য সুমন, মোঃ নূর নবী প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ নূরুল আলম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আলমগীর হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গতানুগতিক ধারার কাজে সীমাবদ্ধ না থেকে আত্নকর্মসংস্থান মূলক ব্যতিক্রমি কিছু উদ্যোগ নিতে হবে। সমাজে বেকারত্ব দুর করে স্বনির্ভর সমাজ গড়ার জন্য দক্ষ জনশক্তির কোন বিকল্প নাই। মিরসরািই সমাজ কল্যান পরিষদের নিঃস্বার্থ উদ্যোমী কর্মীদের পক্ষে সম্ভব এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা । আমি বিশ্বাস করি সে লক্ষে এগিয়ে যাচ্ছে মিরসরাই সমাজ কল্যাণ পরিষদ । তিনি এই সংগঠনের সকল জনহিতকর কাজে পাশে থেকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী সমাপনি বক্তব্যে সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরেন। পরিশেষে এস এম জাকারিয়ার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের আত্নার শান্তি ও দেশ জাতির কল্যান কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরো খবর