মিরসরাই সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

top Banner


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই ৯ নং সদর ইউনিয়নে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন ৫০০ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে তুলে দেন। এসময় ইউনিয়ন পরিষেদের সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন বলেন, মহামারি কোভিড-১৯ সারাদেশে লকডাউনের কারণে দিনমজুর, দরিদ্র ও দুস্থ পরিবারের অনেক কষ্টে দিন যাপন করছে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার। তারা যেন ঈদের সময় সামান্য কিছু ঈদ সামগ্রী নিতে পারেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

আরো খবর