মিরসরাই সদরে মোজাম্মেল-আজিজুল সিটি সেন্টার উদ্বোধন




মিরসরাই সদরে প্রথমবারের মত অত্যাধুনিক মানের মোজাম্মেল এন্ড আজিজুল সিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন। মিরসরাই পৌর বাজারের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, শাহীনুল কাদের চৌধুরী, সাবেক ছাত্রনেতা শহীদুন্নবী, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, সাবেক ছাত্রনেতা মিয়া মো. হুমায়ুন, সিটি সেন্টারের স্বত্বাধিকারী মোজাম্মেল হক, আজিজুল হক সহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দ।

আরো খবর