মিরসরাই সদরে ট্রাক-সিএনজি সংর্ঘষে একজন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চার যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ফুটওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টোপথে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ওমর ফারুক (৩৫)। সে সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার বাসিন্দা। এসময় নারী শিশু সহ আরো ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক দুর্ঘটনাকবলিত সিএনজি চালক।

আরো খবর