মিরসরাই যুবলীগের উদ্যোগে রুহেলের জন্মদিনে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

top Banner


মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও চলচিত্র পুরস্কার প্রাপ্ত মাহবুব রহমান রুহেলের জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে মিলাদ, দোয়া মাহফিল, কয়েকটি এতিমখানার
এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা হয়। জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে মাহবুব রহমান রুহেল, সাবেক মন্ত্রী ইঞ্জিয়িার মোশাররফ হোসেন এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশের বর্তমান করোনা পরিস্থিতি থেকে মুক্তি লাভে দোয়া করা হয়েছে।

উল্লেখ্য, মাহবুব রহমান রুহেল ১৯৭০ সালের ৮ জুলাই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আয়েশা সুলতানা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

আরো খবর