::চলমান রিপোর্ট::
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯) জানুয়ারি সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা।
অভিষেক সভা অনুষ্ঠানে পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য মঞ্জুর আহম্মদ চৌধুরী রাজীবকে নিয়মিত কমিটির শিক্ষানুরাগী সদস্য ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এলাকার কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। তাই বিদ্যালয়ের উত্তরোত্তর কামনায় সকলের সহযোগিতা কাম্য।
আরো খবর