
চলমান রিপোর্ট
মিরসরাই প্রেস ক্লাবের কাউন্সিল সফল করতে ৩ টি উপ কমিটি গঠন করা হয়েছে। মিরসরাই প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সভায় এ উপ কমিটি গঠন করা হয়। কমিটি তিনটি হচ্ছে অভ্যর্থনা, অর্থ এবং স্যুভেনির উপ কমিটি।
মিরসরাই প্রেস ক্লাবের আহবায়ক কমিটির প্রথম সভা গত ২৭ জুলাই রাতে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিরসরাই প্রেস ক্লাবের আহবায়ক সালেক নাছির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফেরদৌস কবির এবং শাহাদাৎ হোসেন চৌধুরী।
অভ্যর্থনা উপ কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন এম মাঈন উদ্দিন। এই কমিটির অন্য সদস্যরা হলেন ফিরোজ মাহমুদ এবং সাফায়েত মেহেদী।
স্যুভেনির উপ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন এম আনোয়ার হোসেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন সাদমান সময় এবং ইকবাল হোসেন জীবন।
অর্থ উপ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। এই কমিটির অন্য সদস্যরা হলেন, আজিজ আজহার এবং সৈয়দ আজমল হোসেন।