নিজস্ব প্রতিনিধি
মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল গনি তুহিনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) দুপুরে পৌর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিন, পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ব্যবসায়ী নুরুল গনি তুহিনসহ নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিনি, আলু, পেয়াঁজ, তেল, মুরি, চিরা।
নুরুল গনি তুহিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে অসহায় মানুষ অনেক কষ্টে রয়েছে। আমার ক্ষুদ্র সামর্থ থেকে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো খাদ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।
আরো খবর