মিরসরাই পৌরসভায় এমজিএসপি ফলোআপ
প্রকল্প প্রস্তুতের ওয়ার্কশপ অনুষ্ঠিত

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাই পৌরসভা কর্তৃক আয়োজিত এমজিএসপি ফলোআপ প্রকল্প প্রস্তুতের নিমিত্তে ফ্যাসিবিলিটি স্ট্যাডি এর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে এমজিএসপি (এলজিইডি) এর পরামর্শক সমাজবিদ মো. মিজানুর রহমান, পরিবেশবিদ মো. ইকবাল হোসেন, পরিবেশবিদ ড. এ.আর.এম তারেক, পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, সচিব মো. কাইয়ুম উদ্দিন বক্তব্য প্রদান করেন।এসময় পৌরসভার কাউন্সিলর, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালায় এমজিএসপি প্রকল্প-২ এ নেওয়া মিরসরাই পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, রামগড় স্থলবন্দর, পর্যটন, অর্থনীতিকে গুরুত্ব দিয়ে মিরসরাই পৌরসভায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে কর্মশালায় উল্লেখ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন।

আরো খবর