বাজারের ফুটপাত অপসারণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের খুচরা ও পাইকারীদের সঠিক মূল্য নির্ধারণে বাজার মনিটরিং করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার মিঠাছরা বাজারে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, চট্টগ্রামের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বিকেলে মিঠাছরা বাজারে মনিটরিং করেছি। রমজানে মানুষের ভোগান্তি কমাতে ও দ্রব্যমূল্যর সঠিক মূল্যতালিকা নির্ধারণ করতে জনসাধারণের সুবিধার্থে বাজার মনিটরিং করা হয়। উপজেলার অন্যান্য বাজারেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।