মিরসরাই উপজেলা কাজী সমিতির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ আগস্ট) দুপুরে উপজেলা বড়তাকিয়া আফরোজা গার্ডেনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী গোলাম কিবরিয়া হেলাল। সাধারণ সম্পাদক এমকে ফারুক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কাজী সমিতি ও মিরসরাই উপজেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী ইমাম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার ত্রান ও দূর্যোগ সম্পাদক, মিরসরাই উপজেলা কাজী সমিতির যুগ্ম সম্পাদক কাজী মো. ওমর ফারুক, উপজেলা কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী আতাউর রহমান খাঁন, সহ-সভাপতি কাজী ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী জাকির হোসেন, অর্থ কাজী মো. শিহাব উদ্দিন, সদস্য কাজী মাওলানা আবু বক্কর, উপজেলা কাজী সমিতির সদস্য কাজী মহিউদ্দিন, প্রচার সম্পাদক কাজী তমিজ উদ্দিন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠনের বিশেষ অতিথি পীরজাদা কাজী মাওলানা কফিল উদ্দিন লতিফী।