নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাবেক ছাত্রদল নেতা মোঃ ওমর শরীফকে আহবায়ক ও শাহ মোঃ ফোরকান উদ্দিনকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোরছালিন ও সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে যুগ্ম আহবায়করা হলেন মোঃ জিয়া উদ্দিন ফরহাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজ উদ্দিন চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন রানা ও মোঃ আরিফ উদ্দিন। এছাড়া বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক। এতে মোঃ শহীদুল ইসলাম শহীদকে আহবায়ক ও নুরের নবীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।