মিরসরাই উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যেগে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) মিরসরাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোক্তার হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহি উদ্দীন রাসেদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সব নেতা কর্মীকে একসাথে থাকে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দীন, ৯ নং মিরসরাই (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম দিদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন মিলন, যুগ্ন আহবায়ক এমদাদ হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ আরমান হোসেন, যুগ্ন আহবায়ক রফিক উদ্দিন, ৬ নং ইছাখালী ইউনিয়ন এর আহবায়ক জনাব সুজাউল হক মাস্টার, যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম মাস্টার সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ।