::নিজস্ব প্রতিনিধি::
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। সোমবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময়কালে ওসি বলেন, মিরসরাই থানা এলাকায় , চুরি, ছিনতাই, মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সংবাদিকদের সহযোগিতা কামনা করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ওসি (তদন্ত) অলি উল্ল্যাহ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি নয়ন কান্তি ধুম ও রাজু কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার ও বাবলু দে , সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমাম হোসেন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম সোহেল, সদস্য আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, কামরুল হাসান, হামিদুর রহমান তুষার, সাংবাদিক অজয় কুমার দাশ, কমল পাটোয়ারী সহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ মার্চ মিরসরাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কবির হোসেন যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। কবির হোসেন বিদায়ী ওসি মজিবুর রহমান পিপিএম এর স্থলাভিষিক্ত হয়েছেন।
আরো খবর