শিহাব উদ্দিন শিবলু
পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার প্রতিবন্ধী এবং অসহায় ১৮০ পরিবারের সদস্যদের মাঝে রান্না করে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করলেন মিরসরাই উপজেলা প্রশাসন এবং প্রজন্ম মিরসরাইয়ের সদস্যরা।
২২ জুলাই বৃহস্পতিবার উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী গ্রামে ১ টি গরু ও ১ টি ভেড়া রান্না করে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) সুবল চাকমা। মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান , জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ,প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্ঠপোষক কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য সাফি চৌধুরী, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য দিদার এলাহী, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসেন সবুজ, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক মঞ্জুরুল ইসলাম রায়হান, ওমর ফারুক, বাবু, জাহিদুল ইসলাম, সভাপতি নুপুর দাশ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, প্রোগ্রাম পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন এবং সদস্য সচিব মোঃমিনহাজ উদ্দিন।