মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভায় আবু নছর রিয়াদ সিআইপিকে সংবর্ধনা

top Banner

মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রয়ারি) বেলা ১১টা থেকে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নবগঠিত সংগঠনটির লগো উন্মোচন এবং মিরসরাইয়ের কৃতি সন্তান রেমিটেন্সযোদ্ধা আবু নছর রিয়াদ সিআইপিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া সবশেষে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোকসভার প্রস্তুতি বৈঠকও করেন নাগরিক কমিটির নেতারা। ওইদিন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছারের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন।
এরপর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির লগো উন্মোচন করেন অতিথিরা। পরে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক সিআইপি মর্যাদায় ভূষিত হওয়ায় মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নছর রিয়াদকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা ও লগো উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, সরকারের শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নুরুল হুদা, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, নাগরিক কমিটির কো. চেয়ারম্যান শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, মো. সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন চৌধুরী সুজন, নুরুল আলম, বিপুল দাশ, মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কর্মকার, কবি, লেখক মোস্তাফিজুর রহমান লিটন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী প্রমুখ।

আরো খবর