মিরসরাই উপজেলা কাজী সমিতির কমিটি গঠিত

top Banner

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কাজী সমিতি মিরসরাই উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমিতির অস্থায়ী কার্যালযে সম্মেলন শেষে সদস্যদের ভোটাভুটির মাধ্যমে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কাজী গোলাম কিবরিয়া হেলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা কাজী করিমুল হক চৌধুরী ফারুক।

ওইদিন সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ইমাম উদ্দিন চৌধুরী, কাজী একেএম একরামুল হক চৌধুরী, কাজী সিরাজ উদ্দিন, কাজী মাওলানা নুরুন্নবী, কাজী মহিউদ্দিন, কাজী আবু বক্কর, কাজী ওমর ফারুক।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি কাজী ইমাম উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী জাকির হোসেন, অর্থ সম্পাদক কাজী শেহাব উদ্দিন, তথ্য ও অফিস সম্পাদক কাজী তমিজ উদ্দিন। নির্বাহী সদস্য কাজী মহিউদ্দিন, আতাউর রহমান। সহযোগী সদস্য কাজী শাহাদাত হোসেন চৌধুরী মিনার, কাজী বোরহান উদ্দিন, কাজী একরামুল হক চৌধুরী, কাজী আবু বক্কর।

আরো খবর