চলমান রিপোর্ট
মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎসজীবী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট বৃহস্পতিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিরসরাই উপজেলা মৎস্যজীবী লীগের মত বিনিময় সভা শুরু হয়।
মিরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোক্তার হোসেনের সভাপতিত্বে সদস্য-সচিব ক্ষুদিরাম দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ এবং প্রধান আলোচক মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
সভায় বক্তারা বলেন মিরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নির্দেশক্রমে এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমানের পরামর্শে এই কমিটি দেওয়া হয়েছে সুতরাং সাংগঠনিক নিয়ম অনুযায়ী এ কমিটির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।মিরসরাইয়ের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় মিরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতা কর্মী একনিষ্ঠভাবে কাজ করে যাবে।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের পদ সংক্ষিপ্ত যার ফলে আওয়ামী লীগের সবাইকে পদ দেওয়া সম্ভব নয় তাই আওয়ামী লীগের কোন পদে নাই এমন ব্যক্তিদেরকে খুজে খুজে আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আলহাজ্ব এম হারুন রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক বাবুল রায়চৌধুরী, যুগ্ম – আহ্বায়ক লায়ন রিমন মুহুরী,যুগ্ম – আহ্বায়ক নাছির উদ্দীন আহমদ সোহাগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সরোয়ার , আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফউল্যাহ দিদার, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম আরজু,মিরসরাই পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মনোয়ার হোসেন মিলন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন, ৬নং ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সুজাউল হক, সদস্য সচিব জাহিদুল ইসলাম,৯নং সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আইনুল করিম, সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগ,১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মনজুর হোসেন ভূঁইয়া, সদস্য সচিব কবির আহমদ।