নিজস্ব প্রতিনিধিঃ মিরসরাইয়ে পাঁচ বছরের সশ্রম, নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জসিম উদ্দিন নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার মায়ানী এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জসিম উদ্দিন উপজেলার দক্ষিণ মঘাদিয়া কাজীর তালুক এলাকার অলি আহম্মদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
আটক আসামীকে শনিবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।