চলমান রিপোর্ট
মিরসরাই যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক হাঁস মুরগি ও গবাদিপশু মোটাতাজা করণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুন) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রশিক্ষণার্থীদের হাঁস মুরগি ও গবাদিপশু মোটাতাজা করণে প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল পোদ্দার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা কাজী আলিম উদ্দিন জীবন।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় এসময় ৩৫ জন প্রশিক্ষণার্থী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এবং প্রশিক্ষণ শেষে সকলকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সনদ প্রদান করা হবে।