চলমান রিপোর্ট
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার (২৯ আগস্ট) সকাল ১০ টায় ফেনী নদী, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক মহামায়া লেক ও উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে ৪৫০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। মৎস্য অধিদপ্তরের চট্টগ্রামের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধীর চন্দ্র দাশ, সহকারি প্রজেক্ট ডিরেক্টর মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। এসময় রুই কাতলা, মৃগেল, কালিবাউশ প্রজাতির ৪৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্য চিত্র উপস্থাপন, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, করেরহাট মৎস্য সিবিজি’র মাঝে উপকরণ বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে।