মিরসরাইয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চলমান রিপোর্ট

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন থেকে নুর হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার আবুতোরাব বাজারের বটতলা এলাকা থেকে ২০লিটার বাংলা মদসহ তাকে আটক করা হয়।

মিরসরাই থানার ওসি (অপারেশন) দীনেশ দাশ জানান, গতকাল রাতে আবুতোরাবের বটতলা থেকে অভিযান চালিয়ে ২০লিটার বাংলা মদসহ নুর হেসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে আরো একাদিক বিভিন্ন মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জান গেছে, নুর হেসেন ৯০ দশক থেকে মাদকের সাথে জড়িত। টেম্পো চালককে পিটিয়ে গুরুতর আহত করে টেম্পো পুকুরে ডুবিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ তা উদ্ধার করে। তার বিরুদ্ধে জায়গা দখল সহ একাদিক অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি জমিতে জবরদখল করে দোকানপাট গড়ে তুলে। ওই দোকানকে ঘিরে চলে মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে ওই দোকান বন্ধ থাকলেও এর আড়ালে চলছে মাদকের কারবার।

আরো খবর