মিরসরাইয়ে মাদক কারবারি গ্রেফতার

top Banner

নিজস্ব প্রতিবেদক: মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (৮ জুন) উপজেলার হাদিফকিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নুর শাহ ফকির বাড়ির রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মাহবুবুল আলম (৫৫) বগুড়া জেলার কাহালু থানার সারাই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মাহবুবুল আলম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা মাদক বিক্রিতাদের কাছে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এই ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো খবর