:: চলমান রিপোর্ট ::
মিঠানালা ইউনিয়নের একটি মাছের হ্যাচারিতে বিষ ঢেলেছে দৃর্বৃত্তরা। আল আমিন মৎস্য এন্ড ডেইরি খামার নামের ওই হ্যাচারিতে রাতের অন্ধকারে বিষ ঢেলে কয়েক লক্ষ টাকা মূল্যের পোনা মাছ মারার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক আবু জাহেদ সরকার।
তিনি অভিযোগ করেন, ‘গত বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামে অবস্থিত আমার মালিকানাধীন খামারের হ্যাচারি সেকশনে বিষ ঢেলে দেয়। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক লক্ষ টাকার পোনা মাছ মরে নিধন হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন হ্যাচারি এলাকায় গিয়ে দেখা যায়, হ্যাচারি থেকে তোলা মরা মাছগুলোর অধিকাংশই তেলাপিয়া প্রজাতির বাদি পোনা। এছাড়া হ্যাচারিতে থাকা অন্য মাছগুলোও পানির ওপরিভাগে ভাসছে।
এসময় পানিতে বিষ ঢেলে দেয়ার বিষয়টি কিভাবে তিনি নিশ্চিত হয়েছেন জানতে চাইলে খামারের মালিক আবু জাহেদ সরকার বলেন, ‘আমরা যারা খামার করি তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারি কিভাবে মাছ মারা যাচ্ছে। তবে কারা করেছে তা আমি জানি না। এ বিষয়ে কাউকে কোন অভিযোগও করতে চাই না। কারণ এগুলো অভিযোগ করলেও কোন প্রতিকার মেলে না।’