মিরসরাইয়ে মাওলানা শোয়াইবের ইন্তেকাল

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের প্রবীণ আলেম মিরসরাই থানা জামে মসজিদের সাবেক খতিব ও বাহার চৌধুরী নূরিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা শোয়াইব আহমেদ (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোওে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি ওই গ্রামের মরহুম ক্বারী মোজাফফর হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। একই দিন বাদ আছর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত মাওলানা শোয়াইব আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহার চৌধুরী নূরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মঘাদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

আরো খবর