মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম প্রকাশ নিজাম হাজী ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। রবিবার (১৪ আগষ্ট) বাদ যোহর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। এর আগে শনিবার রাত ৯টায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানাযায় উপস্থিত ছিলেন, মরহুমের বড় ভাই এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, সদস্য আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান নুরুল আবছার, জসিম উদ্দিন, বিএনপি নেতা মনিরুল ইসলাম ইউসুফ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, যুবদল নেতা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আরো খবর