
চলমান রিপোর্ট
মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মকান্ড পরিচালনা করার জন্য ‘করোনা হেল্প সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) বিকেলে অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার। প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খন্দকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক দল। চলমান বৈশ্বিক এই করোনা মহামারীতে এই দল শুরু থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। করোনার সময়ে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণের লক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় ‘করোনা হেল্প সেন্টার’ চালু করছে বিএনপি।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার এমন উদ্যোগ গ্রহণে মিরসরাই উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং প্রত্যক ইউনিটের নেতৃবৃন্দেকে আহ্বান করছি নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে থাকার।
মিরসরাই উপজেলা করোনা হেল্পসেল কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং হেল্পসেল কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক ফকির আহম্মদ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, ১৩ নং ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন, ১৬ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক বদরুদ্দৌজা মিয়া, ৪নং ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক দিদার উল আলম সওদাগর, ৯ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ১০ নং বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব মুন্না চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক শওকত আকবর সোহাগ, যুগ্ন-সম্পাদক লায়ন দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা তরিকুর রহমান বাবু প্রমুখ।